Tuesday, 30 May 2017

Charpoka (ছারপোকা) by Ashes II Full Lyric song .HD

Charpoka by Ashes II Full Lyric song .I try to my best for make this lyric song .Our channel about make new song lyric.


Here Song lyric...
আধো আলোতে মন ছুঁয়েছে 
অন্ধকার একলা 
চোখে চশমা মনে অন্ধ;
আয়নাতে চোখ ছোঁয়। 
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা 
মনে মনে ধরে হাঁটা;
আমার ভাললাগা।

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।

তবু ভয় হয় মনে সংশয় 
কত সংলাপ ফিকে হয় 
তবু ভয় হয় মনে সংশয় 
আবার হারিয়ে মেঘটা 
মনে মনে ভাল লাগা;
আমার ভালবাসা। 

Baba (বাবা) - james New Bangla Song and Lyrics.2017



Baba (বাবা) - james New Bangla Song and Lyrics.2017


Tor Premete Ondho holam by jemes Sotta Flim Lyric song
https://www.youtube.com/watch?v=gqp8V...

Charpoka By Ashes new Lyric ...
https://www.youtube.com/edit?o=U&vide...

বাবা (baba) - james
জেমস

ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥

Ma - James Heart Touching Bangla Lyric Video Song


 Lyric
দশ মাস দশ দিন ধরে
গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে

আমায় লালন
হটাত কোথায় না বলে
হারিয়ে গেলো
জন্মান্তরের বাধন কোথা হারাল
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা??
ভোরের তারা রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা??
ভোরের তারা রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা??
ভোরের তারা রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

James Top Favorites Song playlist Bangla


একমাত্র সিংগার যার কোন হেটার্স নাই ।

আশা করি গানগুলা ভালো লাগবে ।


আমাদের সাথে থাকার জন্য অনুরুধ রইলো 

ধন্যবাদ সবাইকে ।

Bidhata - James | Sweetheart (2016) | Bengali Movie Song Lyrical Audio

Bidhata - James | Sweetheart (2016) | Bengali Movie Song Lyrical Audi

Song: Bidhata
Singer: James
Lyric, Tune & Music: Shafiq Tuhin
Music Arrangement: Rafi
Guitar Arrangement: Sumon
Movie: Sweetheart
Starring: Bappy, Bidya Sinha Saha Mim & Riaz
Production: Digital Movies
Direction: Wazed Ali Sumon
Music Label: Tiger Media
Online Promotional Partner: Dhallywood24.com
Print Media Partner: Weekly Dhallywood Magazine

Ami Tomari Naam Gai-Bhuban Majhi Bangla Movie lyrical Video 2017

Ami Tomari Naam Gai-Bhuban Majhi Bangla Movie lyrical Video 2017 


Lyric
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..
আমি আকাশে-রোদের দেশে ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড়ো তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

ভালোবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি..
জলে কেনো ডাঙায় আমি ডুবতেও রাজি
জলে কেনো ডাঙায় আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির বাঁকে
আর এসো স্বপ্নভূমি..
এই স্বপ্ন দু'চোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

কবিতা গেলো মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি..
আজ একতারার ছিলা তোমার স্পর্শ চায়
একতারার ছিলা তোমার স্পর্শ চায়
যদি টঙ্কার দাও তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

Obosthan (অবস্থান ) - by Eather Official Lyrics

Obosthan (অবস্থান ) - by Eather Official Lyrics



Published on May 19, 2017
Obosthan (অবস্থান ) - by Eather Official Lyrics The Highways 2017

MP3 download link:
https://soundcloud.com/eatheronly/aub...

lyric-
তুমি সাইকেল চালানো শিখবে তাই,
আমি আজো সাইকেলে ঘুরেবেড়াই,
শুধু, ছলনায় তোমার ছোঁয়া মেলেনা;
তুমি কবিতা গুলো পরবে তাই,
আমি আজো রাত জেগে ছন্দ সাজাই,
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না,
আমি তোমাকে বুঝিয়ে দেবই,
তাই বেগে আজো রাখি Physics বই,
শুধু তুমি নেই তাই বইটা খুলিনা।
তুমি ছুড়ে ফেলে দেবে এই ভয়ে আমি,
সিগারেট আজো লুকিয়ে শুধু,
এখনতো কেও ভাড়ন আর করেনা,

তুমি এত সহজেই ভুলতে পার,
অন্য কাউকে জড়িয়ে ধর,
আনি কেন শুধু ভুলেযেতে পারিনা,
আজ অবাক লাগে তোমায় দেখে,
আমায় আজ তোমার অচেনা লাগে,
এত ভাল অভিনয় কেন জানিনা...।

তুমি চশিমাটা খুলে রাখবে তাই,
আমি আজো ভুল করে পেছনে তাকাই,
শুধু কালো অই চোখ দুটো দেখিনা,
আমি আজো আনমনে হাড়িয়ে যাই তাই,
ভুল করে এই হাতটা বাড়াই,
শুধু তোমার কোমল ছোঁওয়া মেলেনা,
তুমি লিখবে আমায় এই ভেবে আমি,
আজো করি অপেক্ষা তবে,
অপেক্ষার শেষ কবে জানিনা,
তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমি
স্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু,
নতুন করে স্বপ্ন দেখিনা,

তুমি এত সহজেই.....

অচেনা তুমি কিভাবে কর,
চেনা অই মুখটাকে,
অবাক লাগে কী বিবেক তোমার,

তুমি ভাবোনা আজ...... .......

Arijit Singh Lambiyaan Si Judaiyaan Song (Lyrical) | Raabta | Sushant Rajput, Kriti Sanon |

Arijit Singh  Lambiyaan Si Judaiyaan Song (Lyrical) | Raabta |
 Sushant Rajput, Kriti Sanon |

Published on May 24, 2017

Lambiyaan Si Judaiyaan Full Audio Song | Raabta | Arijit Singh | Love Song 2017

Song - Lambiyan Si Judaiyan
Singer- Arijit Singh ,Shadab & Altamash Faridi
Music - JAM8
Lyrics- Amitabh Bhattacharya
Music label- T-Series

Get it on iTunes - http://bit.ly/LambiyaanSiJudaiyaan_Ra...

Also, Stream it on
Hungama - http://bit.ly/LambiyaanSiJudaiyaan_Ra...
Saavn - http://bit.ly/LambiyaanSiJudaiyaan_Ra...
Gaana - http://bit.ly/LambiyaanSiJudaiyaan_Ra...
Apple Music - http://bit.ly/LambiyaanSiJudaiyaan_Ra...
Google Play - http://bit.ly/LambiyaanSiJudaiyaan_Ra...


For Caller Tunes:
Lambiyaan Si Judaiyaan http://bit.ly/2pVyc5O
Naraj Ho - Lambiyaan Si Judaiyaan http://bit.ly/2qEnmjP
Tere Bina - Lambiyaan Si Judaiyaan http://bit.ly/2rofHGT
Subscribe my channel......for new lyric song
https://www.youtube.com/channel/UCRy6