Tuesday, 30 May 2017

Ami Tomari Naam Gai-Bhuban Majhi Bangla Movie lyrical Video 2017

Ami Tomari Naam Gai-Bhuban Majhi Bangla Movie lyrical Video 2017 


Lyric
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..
আমি আকাশে-রোদের দেশে ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড়ো তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

ভালোবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি..
জলে কেনো ডাঙায় আমি ডুবতেও রাজি
জলে কেনো ডাঙায় আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির বাঁকে
আর এসো স্বপ্নভূমি..
এই স্বপ্ন দু'চোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

কবিতা গেলো মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি..
আজ একতারার ছিলা তোমার স্পর্শ চায়
একতারার ছিলা তোমার স্পর্শ চায়
যদি টঙ্কার দাও তুমি..
আমি তোমারই তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি..

No comments:

Post a Comment